আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

রবিবার, ৮ আগস্ট, ২০১০

ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন!

আমাদের বাংলাদেশের প্রায় সব ইন্টারনেট লাইন ধীর গতির। একটু কলা-কৌশল করে এসব লাইনগুলো স্পীডে ব্যবহার করা যায়। আজকে আমি মডেম বা ডায়াল আপের স্পীড কিভাবে বাড়াতে হয় তা আলোচনা করব। নিচে তা ধারাবাহিকভাবে উল্লেখ করা হল-
১. Start>Control Panel>Phone & Modem এ যান
২. Country বক্সে Bangladesh এবং Area Code বক্সে 02 লিখুন।
৩. তারপর Ok করুন।
৪. এবার Modem ট্যাবে ক্লিক করুন।
৫. সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন।
৬. এরপর Properties-এ ক্লিক করুন।
৭. এবার Advance ট্যাবে ক্লিক করুন।
৮. Extra initialization commands বক্সে লিখুন at&fx
৯. অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
১০. এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন।
-মনন মাহাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন