আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

প্রাণিদের নিয়ে কিছু হাসির কৌতুক

আজ আমি আপনাদের জন্য কয়েকটি মজার কৌতুক নিয়ে হাজির হয়েছি। কৌতুকগুলো প্রাণিদের নিয়ে। আমার কাছে এগুলো খুব ভালো লেগেছে, মজা পেয়েছি। আশা করি আপনারাও খুব মজা পাবেন ও উপভোগ করবেন।


দুই কুমিরের মধ্যে কথোপকথন-
: খুব দুঃখের বই পড়ছিস মনে হয়, চোখ দিয়ে জল পড়ছে।
: না, না, জোকস পরে হাসতে হাসতে...
*
দাঁতে প্রচণ্ড ব্যথা নিয়ে বাঘ এসেছে বকের চেম্বারে।
বাঘ : একটা দাঁত তুলতে কত নিস রে?
বক : ২০০ টাকা।
বাঘ : সামান্য কয়েক সেকেন্ডের কাজ, তার জন্য ২০০ টাকা!
বক : ঠিক আছে, আমি না হয় অনেক সময় নিয়ে আপনার দাঁত তুলব।
*
দুই বিদেশি কুকুরের মধ্যে কথোপকথন-
: রাস্তার নেড়ি কুকুরগুলোকে আমাদের ভাষা শেখাবি না।
: কেন?
: ওরা কারণে-অকারণে নিজেদের ভাষাতেই যেভাবে ঘেউ ঘেউ করে তার যন্ত্রণাতেই তো বাঁচি না।
*
কচ্ছপ কিছুতেই আসল বয়স বলবে না। কেন বলবে না? এই নিয়ে খরগোশের প্রথমে মাতামাতি, তারপর হাতাহাতি। শেষ পর্যন্ত তাদের দুজনকেই নিয়ে যাওয়া হলো বনের রাজা বাঘের কাছে।
বাঘ : সত্যি করে বল, তোর বয়স কত?
কচ্ছপ : ২০০ বছর হতে আর মাত্র কয়েক মাস বাকি।
বাঘ : হিসাব করে বল কয় মাস বাকি?
কচ্ছপ : এই ধরুন ৩০০ মাস।
*
দুই ঘোড়ার মধ্যে কথোপকথন-
: আমি ম্যানার্স মেইনটেন করে চলি।
: কী রকম?
: এই ধর, মনিবকে নিয়ে আমি উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার আগে থেমে যাই। ফলে আমার আগে ছিটকে গিয়ে মনিব সে জায়গাটুকু পার হওয়ার সুযোগ পায়।
*
শেয়াল : একটা ঘোড়া যদি উত্তরমুখো হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার লেজটা কোন দিকে থাকবে?
কুমিরের ছা : দক্ষিণ দিকে।
শেয়াল : উঁহু, হলো না, মাটির দিকে।
****
- মনন মাহাদি, জামালপুর

৩টি মন্তব্য: