চাকরির তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে জবসবাজার ডটকম শিরোনামের একটি ওয়েবসাইট। এতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবরের পাশাপাশি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির খবর পাওয়া যাবে।
কিভাবে চাকরীর জন্য নিজেকে যোগ্য করে তুলবেন? বর্তমানে চাকরী পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তবু মানুষ চাকরী পাচ্ছে। আর চাকরী পেতে হলে আপনাকে একটু ব্যতিক্রম পদক্ষেপ নিতে হবে শুধু প্রথাগতভাবে পড়াশোনা করলেই হবে না। আপনাকে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে হবে। বেশিরভাগ বেসরকারী কোম্পানী এখন অনলাইনে জব পোস্টিং দেয়। অনেকে পত্রিকাতেও বিজ্ঞপ্তি দেয়। আবার সরকারী বিভিন্ন দপ্তরগুলো এখন টেলিটকের মাধ্যমে চাকরী আবেদন নিচ্ছে। তাই আপনার পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তি জ্ঞান থাকতে হবে।
কি কি বিষয় আপনাকে আয়ত্ব করতে হবে? আপনি বিভিন্ন চাকরীর মধ্য থেকে আপনার পছন্দসই চাকরীতে ফোকাস করুন। এরপর সেই চাকরী সম্পর্কিত বই পড়ার অভ্যাস করুন। এতে করে যেমন সিলেবাস দ্রুত কভার হবে তেমনি আপনার লক্ষ্য অর্জনেও সহায়ক হবে। আপনাকে অবশ্যই বেসিক বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে। সর্টকাট কোন পদ্ধতি অবলম্বন না করায় ভালো। এরপর আসি কম্পিউটার জ্ঞানে , বর্তমানে প্রায় সব চাকরীতেই কম্পিউটার জ্ঞান আবশ্যক। আপনি টিটিসি বা কারিগরি বোর্ডের ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করতে পারেন। কম্পিউটার অবশ্যই থাকতে হবে।
কিভাবে চাকরী খুঁজে পাবো? যেহেতু বেশিরভাগ চাকরীর বিজ্ঞপ্তি এখন অনলাইনে দিচ্ছে, সেহেতু সপ্তাহে অন্তত একবার ফেসবুক জব কর্ণার, অনলাইন জব সার্কুলার প্রকাশ করে (যেমন- jobsbaazar.com edumediabd.com ) এমন ওয়েবসাইট ভিজিট করতে হবে। বেশিরভাগ সরকারী ব্যাংক তাদের নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহন করে থাকে। আর বেশিরভাগ সরকারী বিভাগ গুলো টেলিটকের মাধ্যমে আবেদন গ্রহন করে থাকে।
চাকরীতে আবেদনের জন্য কোন কোন প্রযুক্তি দক্ষতা প্রয়োজন? কোন একটি চাকরীতে আবেদনের জন্য প্রথমেই আপনাকে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানতে হবে। মোবাইল, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে একটি ব্রাউজারে চাকরীর লিংকে প্রবেশ করে, আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি লিখে ছবি ও স্বাক্ষর দিতে হবে। আর ছবি ও স্বাক্ষর একটি নির্দিষ্ট সাইজের হতে হয় এজন্য আপনাকে ফটোশপ বা ফটো এডিটের ক্রপ টুল সম্পর্কে জানতে হবে।
কার থেকে এ প্রযুক্তি সহায়তা পাবেন? আপনি আপনার বন্ধুবান্ধব, বা আপনার আশেপাশের বাজারে কম্পিউটারের দোকানগুলোর থেকে প্রযুক্তি সহায়তা পেতে পারেন। তবে আশার কথা হলো এখন বেশিরভাগ মানুষই প্রযুক্তি সচেতন। তাই শুধু সচেতনভাবে অনলাইনে এসে চাকরী বিজ্ঞপ্তি দেখে আবেদন করলেই আপনার পিছু তাকাতে হবে না।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনকিভাবে চাকরীর জন্য নিজেকে যোগ্য করে তুলবেন?
উত্তরমুছুনবর্তমানে চাকরী পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তবু মানুষ চাকরী পাচ্ছে। আর চাকরী পেতে হলে আপনাকে একটু ব্যতিক্রম পদক্ষেপ নিতে হবে শুধু প্রথাগতভাবে পড়াশোনা করলেই হবে না। আপনাকে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে হবে। বেশিরভাগ বেসরকারী কোম্পানী এখন অনলাইনে জব পোস্টিং দেয়। অনেকে পত্রিকাতেও বিজ্ঞপ্তি দেয়। আবার সরকারী বিভিন্ন দপ্তরগুলো এখন টেলিটকের মাধ্যমে চাকরী আবেদন নিচ্ছে। তাই আপনার পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তি জ্ঞান থাকতে হবে।
কি কি বিষয় আপনাকে আয়ত্ব করতে হবে?
আপনি বিভিন্ন চাকরীর মধ্য থেকে আপনার পছন্দসই চাকরীতে ফোকাস করুন। এরপর সেই চাকরী সম্পর্কিত বই পড়ার অভ্যাস করুন। এতে করে যেমন সিলেবাস দ্রুত কভার হবে তেমনি আপনার লক্ষ্য অর্জনেও সহায়ক হবে। আপনাকে অবশ্যই বেসিক বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে। সর্টকাট কোন পদ্ধতি অবলম্বন না করায় ভালো। এরপর আসি কম্পিউটার জ্ঞানে , বর্তমানে প্রায় সব চাকরীতেই কম্পিউটার জ্ঞান আবশ্যক। আপনি টিটিসি বা কারিগরি বোর্ডের ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করতে পারেন। কম্পিউটার অবশ্যই থাকতে হবে।
কিভাবে চাকরী খুঁজে পাবো?
যেহেতু বেশিরভাগ চাকরীর বিজ্ঞপ্তি এখন অনলাইনে দিচ্ছে, সেহেতু সপ্তাহে অন্তত একবার ফেসবুক জব কর্ণার, অনলাইন জব সার্কুলার প্রকাশ করে (যেমন- jobsbaazar.com edumediabd.com ) এমন ওয়েবসাইট ভিজিট করতে হবে। বেশিরভাগ সরকারী ব্যাংক তাদের নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহন করে থাকে। আর বেশিরভাগ সরকারী বিভাগ গুলো টেলিটকের মাধ্যমে আবেদন গ্রহন করে থাকে।
চাকরীতে আবেদনের জন্য কোন কোন প্রযুক্তি দক্ষতা প্রয়োজন?
কোন একটি চাকরীতে আবেদনের জন্য প্রথমেই আপনাকে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানতে হবে। মোবাইল, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে একটি ব্রাউজারে চাকরীর লিংকে প্রবেশ করে, আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি লিখে ছবি ও স্বাক্ষর দিতে হবে। আর ছবি ও স্বাক্ষর একটি নির্দিষ্ট সাইজের হতে হয় এজন্য আপনাকে ফটোশপ বা ফটো এডিটের ক্রপ টুল সম্পর্কে জানতে হবে।
কার থেকে এ প্রযুক্তি সহায়তা পাবেন?
আপনি আপনার বন্ধুবান্ধব, বা আপনার আশেপাশের বাজারে কম্পিউটারের দোকানগুলোর থেকে প্রযুক্তি সহায়তা পেতে পারেন। তবে আশার কথা হলো এখন বেশিরভাগ মানুষই প্রযুক্তি সচেতন। তাই শুধু সচেতনভাবে অনলাইনে এসে চাকরী বিজ্ঞপ্তি দেখে আবেদন করলেই আপনার পিছু তাকাতে হবে না।
-পরামর্শ দিয়েছেন
জাহিদুল আমান
সিইও
jobsbaazar.com
আপনার ওই সাইটটি তো কাজ করে না। এর চেয়ে Jobsbd.club অনেক ভালো একটি ওয়েবসাইট। এখানে সরকারী সব চাকরির খবর পাওয়া যাচ্ছে।
উত্তরমুছুনআপনার ওই সাইটটি তো কাজ করে না। Jobsbd.club এর চেয়ে jobsbaazar.com অনেক ভালো একটি ওয়েবসাইট। এখানে সরকারী সব চাকরির খবর পাওয়া যাচ্ছে।
উত্তরমুছুনসবচেয়ে ভালো হলো edumediabd.com
উত্তরমুছুন