আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

নায়াগ্রা জলপ্রপাত

গাইড নায়াগ্রা জলপ্রপাত এর সামনে এসে তার অনুসারীদের উদ্দেশ্যে বলছেঃ
'এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, যা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে একে দেখতে। আর এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শুনা যায়।'
এই বলে গাইড একটু থেমে বললো, 'এবার আমি আমাদের মহিলা অনুসারীদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু নিরবতা পালন করুন যেন আমরা এর শব্দ শুনতে পাই।'

-মনন মাহাদি, জামালপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন