আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

দিন গেলো । শিল্পী- হাবিব ওয়াহিদ

দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতির সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই
অচেনা সুরে বুঝিনা কেবা আপন কেবা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যারে ভাবি প্রতি রাতে
তার ইশারাতে তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন