না, কেউ এদেরকে আত্মহত্যা করতে প্রলুব্ধ করে না। এরা স্বেচ্ছায় আত্মহত্যা করে। এদের নাম লেমিং। নরওয়ে, কানাডা, সুইডেন প্রভৃতি অঞ্চলে এদের বাস। এরা ইঁদুরজাতীয় প্রাণী। লেমিংরা সাধারণত ১২-১৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা উদ্ভিদের মূল, মস ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এরা তিন-চার বছর পর পর দল বেঁধে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে।
কিন্তু এই আত্মহত্যার হেতু কি? একটি লেমিং বছরে দু’বার বাচ্চা প্রসব করে। প্রতিবারে কমপক্ষে তিনটি। বয়স বাড়ার সাথে সাথে এদের বাচ্চা প্রসবের সংখ্যাও বাড়তে থাকে। এতে এদের বসবাসকৃত এলাকায় খাদ্যের অভাব দেখা দেয়। তখন এদের মধ্যে যাদের বয়স একটু বেশি তারা চিরতরে নিজ বাসস্থান ছেড়ে দলবেঁধে সমুদ্রের দিকে যাত্রা করে এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
সূত্র:Internet
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন