আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

রবিবার, ১২ মার্চ, ২০১৭

সরিষাবাড়ীতে ‘মেয়র সেরা কন্ঠ’ প্রতিযোগিতার প্রচারণায় শোভাযাত্রা



জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় “মেয়র সেরা কন্ঠ-২০১৭, সরিষাবাড়ী তোমাকেই খুঁজছে” প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রচারণার লক্ষ্যে শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। চলচ্চিত্রের তারকা শিল্পীদের নিয়ে এ শোভাযাত্রা করা হয়।


সেরা কন্ঠ বাছাইয়ের অনুষ্ঠানটির ব্যাপক প্রচারণার লক্ষ্যে চলচ্চিত্রের অভিনেতা ডন, নায়ক ও মডেল তারকা নীরব, এমিলি ইশা, আতিক ডালিমসহ ক্লোজআপ ওয়ান তারকাবৃন্দ মোটর শোভাযাত্রায় অংশ নেন। সরিষাবাড়ীর সীমান্তবর্তী দিগপাইত উপশহর থেকে পিংনা ইউনিয়নের শেষ সীমা বাসুরিয়া পর্যন্ত দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে এ শোভাযাত্রা করা হয়।


সরিষাবাড়ী উপজেলার লুকিয়ে থাকা কন্ঠ প্রতিভা খুঁজে বের করতে মেয়র সেরা কন্ঠ ২০১৭ প্রতিযোগিতার আয়োজন করেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন। অনুর্ধ ১৮ বছর বয়সী সরিষাবাড়ী উপজেলার স্থায়ী বাসিন্দারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইউনিয়ন বা পৌরসভার নির্ধারিত নিবন্ধন ফরম বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। পৌরসভা ও আটটি ইউনিয়নে আলাদাভাবে অডিশন নিয়ে সেরা কন্ঠ প্রাথমিক যাচাই-বাছাই করা হবে।

শোভাযাত্রায় অংশ নেন অনুষ্ঠানের আয়োজক, প্রধান পৃষ্ঠপোষক ও পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, মেয়র সেরা কন্ঠের সদস্য সচিব জহুরুল ইসলাম মানিকসহ কমিটি ও উপদেষ্টা মন্ডলী এবং আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী সমর্থকবৃন্দ।
মেয়র সেরা কন্ঠকে সফল করতে আয়োজক কমিটি উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা চালায়। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইতিমধ্যে বিপুল সংখ্যক উঠতি কন্ঠ প্রতিভা নির্ধারিত ফরমে আবেদন করেছে বলে জানা গেছে। প্রতিযোগিতাকে ঘিরে অভিভাবকদের মধ্যেও ধারুন উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন