সাতক্ষীরা জেলার বিভিন্ন তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে www.satkhiracity.com নামের একটি ওয়েবসাইট। সাইটটিতে সাতক্ষীরার খবর, ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য ইত্যাদি নিয়ে বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যাবে। পাশাপাশি রয়েছে http://forum.satkhiracity.com ঠিকানার একটি ফোরাম। এতে আঞ্চলিক উন্নয়ন ও সমস্যা, রাজনীতি, সাতক্ষীরার ছবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন