আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

জামালপুর জেলা তথ্য বাতায়ন | Jamalpur Portal 

www.dcjamalpur.gov.bd/
সাধক দরবেশ হযরত শাহ্ জামাল (রহঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত গারো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত জামালপুর বাংলাদেশের ২০তম জেলা । আধুনিক প্রযুক্তির সেবা জনসাধারণের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (A2I) এর আওতায় ৬৪টি জেলায় একসাথে জেলা তথ্য বাতায়ন (District Information Portal) খোলার উদ্যোগ নেওয়া হয়। জেলা তথ্য বাতায়ন ব্যবহার করে জনসাধারণ অন লাইনের মাধ্যমে খুব স্বচ্ছতা ও দ্রুততার সাথে জেলা প্রশাসনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিসের সেবা গ্রহণ ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন । 
আমাদের জামালপুর জেলা তথ্য বাতায়নও জেলার সকল তথ্য দিয়ে সাজানো হয়েছে। তথ্য বাতায়নের ঠিকানাটি হচ্ছে www.dcjamalpur.gov.bd । এটি সময়ের সাথে সংস্কার এবং হালনাগাদ করা হয়। এখানে আপনারা জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার ও সরকারী অফিস সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিভিন্ন সরকারী ফরম ডাউনলোড করতে পারবেন। জেলা সম্পর্কিত সকল তথ্য নিয়ে আরও আছে জামালপুর পিডিয়া (Jamalpurpedia)। এছাড়াও আছে অন্যান্য প্রয়োজনীয় সরকারী-বেসরকারী ওয়েব লিংক সমূহ। আপনারা আপনাদের সুচিন্তিত মন্তব্যও দিতে পারবেন মন্তব্য খাতা (Remarks Book) ব্যবহার করে।
তরুণ প্রজন্মের জন্য তথ্য বাতায়নটি খুবই উপকারি। যারা জামালপুরকে জানতে চান, জামালপুরকে নিয়ে লেখেন তাদেরকেউ বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করবে এটি।
একটি কথা বলে শেষ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবে রূপ নিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন