আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

বুধবার, ৮ জুন, ২০১১

জামালপুর জিলা স্কুলের শিক্ষক নাজমুল হাসানকে বাঁচান

একেএম নাজমুল হাসান
জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক একেএম নাজমুল হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন। তার ডান পা হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়েছে। মাথায় পেয়েছেন প্রচন্ড আঘাত। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি কথা বলতে পারছেন না। তিনি ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকে (ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী নুরুন্নাহার বেগম যষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী এক মেয়েকে নিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন। নুরুন্নাহার বেগম জানান, এ পর্যন্ত তার স্বামীর চিকিৎসার ব্যয় দাড়িয়েছে ১৬ লাখ টাকা। এর মধ্যে চার লাখ টাকা বকেয়া হয়ে গেছে। তার দীর্ঘ মেয়াদি চিকিৎসার জন্য আরও অন্তত:পক্ষে ৫০ লাখ টাকা লাগবে। কিন্তু এত টাকা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তিনি শিক্ষক নাজমুল হাসানকে বাঁচাতে সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা: যৌথ ব্যাংক হিসাবের নাম- প্রধান শিক্ষক, জামালপুর জিলা স্কুল ও নুরুন্নাহার বেগম, সঞ্চয়ী হিসাব নং- ৫১৯৭, সোনালী ব্যাংক লিমিটেড, বড় মসজিদ রোড শাখা, জামালপুর-২০০০। মুঠোফোন: ০১৭১০৮৯২৬১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন