আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

সাবেক মন্ত্রী রাশেদ মোশারফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


 সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রাশেদ মোশারফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছেতার নিজ গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নের মোশারফগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল শনিবার দুপুরে তাকে দাফন করা হয়

বার্ধক্য ও মস্তিষ্কে রক্তরণজনিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছরতিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়সজন ও গুণগ্রাহী রেখে গেছেনতার লাশ গত শুক্রবার বিকেলে জামালপুর শহরে নিয়ে যাওয়া হয়শুক্রবার আছর নামাজের পর শহরের কাছারী শাহী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে লাশ তার নিজ এলাকা ইসলামপুর উপজেলায় নিয়ে যাওয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসেহাজারো মানুষ তাকে দেখতে ভিড় করেন

ইসলামপুর জনতা মাঠে গতকাল শনিবার বেলা ১১টায় এবং বেলা সাড়ে ১২টায় স্থানীয় ব্রিগেডিয়ার খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে দুবার জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়    
 
উল্লেখ্য, হাজি রাশেদ মোশারফ জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় বার নির্বাচিত হন।

1 টি মন্তব্য:

  1. নামহীন১১/১২/২০১১

    আল্লাহ তায়ালা উনাকে বেহেশত নসীব করুন। আল্লাহু আমীন..

    উত্তরমুছুন