আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

শোক : সাবেক ভূমি প্রতিমন্ত্রী হাজি রাশেদ মোশারফের ইন্তেকাল

সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি হাজি রাশেদ মোশারফ মস্তিষ্কে রক্তরণজনিত কারণে ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জেলার ইসলামপুর আসনের আওয়ামীলীগ দলীয় বর্তমান সাংসদ ফরিদুল হক খান দুলাল জানান, হাজি রাশেদ মোশারফ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। তিনি জামালপুর-২ ইসলামপুর আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সমবায় ফেডারেশনের সভাপতি ছিলেন।

1 টি মন্তব্য:

  1. নামহীন১১/১২/২০১১

    ইন্না লিল্লাহি...রাজেউন। উনার আত্মার মাগফিরাত কামনা করছি।

    উত্তরমুছুন