আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে গতকাল রোববার বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার দ্বিতীয় পর্বের ল্যাপটপ বিতরণ করল। ডিআইইয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান ও এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সামার-২০১০ সেমিস্টার থেকে ‘ওয়ান স্টুডেন্ট: ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির আওতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ল্যাপটপ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মো. সবুর খান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা যাতে চাকরির বাজারে শতভাগ সুবিধা পায় সে জন্য সব ধরনের সুযোগসুবিধা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে।


উৎস: প্রথম আলো কম্পিউটার প্রতিদিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন