আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

এইচএসসি পরীক্ষার রুটিন অবশেষে পরিবর্তন করা হচ্ছে

আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হচ্ছে।  পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করছিল। ইতোমধ্যে শিক্ষা বোর্ড থেকে পরিবর্তিত একটি খসড়া রুটিন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
২০১২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড। আগের রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমান
পরীক্ষা শুরু হওয়ার কথা। এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য যে রুটিন করা হয়েছে সেখানে একটি পরীক্ষার মাঝে অন্যটির জন্য মাত্র এক দিন বন্ধ রাখা হয়েছে; যা অন্য বছরগুলোর চেয়ে ব্যতিক্রম বলে অভিযোগ করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষার্থীরা। তারা বিজ্ঞান বিভাগের রুটিন পুনর্বিবেচনার দাবি জানিয়ে মানববন্ধন ও ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও এবং বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। বুধবার শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করলে বোর্ডের সামনে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশ পরীক্ষার্থীদের মারধর করে। এতে ২০ শিক্ষার্থী পুলিশের লাঠিপেটায় আহত হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিভিন্ন গণমাধ্যমকে বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের জন্য একটি খসড়া রুটিন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়া গেলে রুটিন পরিবর্তন করা হবে। পরীক্ষার রুটিনে বিজ্ঞান বিভাগের পরীক্ষা পরিবর্তন হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন